Thikana News
২০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২০ জুলাই ২০২৫

২৪ আগস্ট মিলনমেলার প্রস্তুতি চলছে বাংলাদেশ সোসাইটির

প্রাক্তন কর্মকর্তাদের জরুরি সভা
২৪ আগস্ট মিলনমেলার প্রস্তুতি চলছে বাংলাদেশ সোসাইটির
আগামী ২৪ আগস্ট রোববার আয়োজন করা হয়েছে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা। এই মিলনমেলা সফল করতে চলছে জোর প্রস্তুতি। গত ১৪ জুলাই সোমবার জ্যামাইকার একটি রেস্টুরেন্টে প্রস্তুতি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ডা. ওয়াদুদ ভুঁইয়া। পরিচালনা করেন সদস্য সচিব বাবুল চৌধুরী। সমন্বয় করেন প্রধান সমন্বয়ক জামান তপন। রেজিস্ট্রেশনের অর্থ সংগ্রহ করেন একেএম নুরুল হক।
সভায় সোসাইটির বর্তমান কমিটির সাথে সাবেক কর্মকর্তাদের ভুল বোঝাবুঝির অবসানে বিশেষ বৈঠকের আয়োজন করার জন্য সাবেক সভাপতি আজমল হোসেন কুনুকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। সেইসঙ্গে বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সিনিয়র সভাপতি মহিউদ্দিন দেওয়ান উদারতা নিয়ে বৈঠক করার জন্য তাদেরকেও ধন্যবাদ জানান। সোসাইটির এনলার্জ বোর্ড সভায় সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলায় তাদের অংশগ্রহণের সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়। 
সভায় সোসাইটির বর্তমান কমিটি কর্তৃক আয়োজিত গোল্ডেন জুবলি (৫০ বছর পূর্তি) অনুষ্ঠানে সাবেক কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতার কথা ব্যক্ত করা হয়। সভায় মিলনমেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনে ও স্মরণিকা প্রকাশে বিজ্ঞাপনে জন্য ব্যাপক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। অনুষ্ঠানকে কীভাবে সুন্দর ও সফল করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এবং সকলে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত অনেকে প্রতিবছর সাবেক কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেন। সভায় সোসাইটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সাবেক কর্মকর্তা তাদের বক্তব্যে সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলার উদ্যোগ এবং এ পর্যন্ত এগিয়ে নেয়ার জন্য ভূয়সী প্রশংসা করেন। এসকল কর্মকর্তা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিতব্য মিলনমেলাকে সফল করার সার্বিক সাহায‍্য সহযোগিতারও  আশ্বাস দেন।
সভায় অনুষ্ঠানমালা সাজানো, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক পর্ব নিয়ে আলোচনা করা হয়। 
সভায় উপস্থিত ছিলেন- এম আজিজ, আজমল হোসেন কুনু, মোহাম্মদ আব্দুর রব মিয়া, নাঈমা খান, একেএম ফজলে রাব্বী, রানা ফেরদৌস, কাজী সামছুল হক, মনিরুল ইসলাম, ফারুক চৌধুরী, ওসমান চৌধুরী, সৈয়দ এম কে জামান, আমিনুল ইসলাম চৌধুরী, নিশান রহিম, নওশাদ হোসেন, শেখ সিরাজ, খান শওকত, জেড চৌধুরী জুয়েল, ডা. শাহনাজ আলম লিপি, সাইফুল ইসলাম, মোহাম্মদ হায়দার, সরোয়ার খান বাবু, আজিজুল হক মুন্না, একেএম রফিকুল ইসলাম ডালিম, মোহাম্মদ জামিল হোসেন, সাইফুল্লাহ ভূঁইয়া, সাইফ আজাদ, ইভান খান প্রমূখ।

কমেন্ট বক্স