Thikana News
২০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২০ জুলাই ২০২৫

খুলনায় বিষাক্ত মদ্যপানে ৫ জনের মৃত্যু

খুলনায় বিষাক্ত মদ্যপানে ৫ জনের মৃত্যু ছবি সংগৃহীত
খুলনায় বিষাক্ত মদ্যপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে আবু নাসের বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার (১৯ জুলাই) নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তারা দুপুর থেকেই স্থানীয় তোতা মিয়ার হোটেলে বসে মদ পান করে। হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন নগরীর সোনাডাঙ্গা বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), খালিশপুর বয়রা জংশন রোডের সাবু (৬০), একই এলাকার গৌতম কুমার বিশ্বাস (৪৭), সাজ্জাদ মল্লিক এবং খালিশপুর বয়রা পাবলিক কলেজের পেছনের তোতা (৬০)।

এ ছাড়া বিষাক্ত মদ্যপানে গুরুতর অসুস্থ বয়রা দাসপাড়া এলাকার সনু (৫৮) আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে মদ খাওয়ার সময় উপস্থিত থাকলেও সোনাডাঙ্গা রায়ের মহল মেলার মাঠ সংলগ্ন এলাকার আজিবর (৫৯) মদ খাননি। তার মৃত্যু স্বাভাবিক হয়েছে বলে সোনাডাঙ্গা মডেল থানার কর্মকর্তা আব্দুল হাই জানান। অবশ্য বিকাল থেকে মদ সেবনে তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।

আব্দুল হাই বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুজনের লাশ পাই। অন্যদের পরিবার যে যার মতো লাশ বাড়িতে নিয়ে গেছে। বিষাক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে।’ তাদের কাছ থেকে ওই বিষাক্ত মদ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স