বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার নির্দেশে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তাকে দেখতে যান প্রেস সচিব।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এদিকে অসুস্থতার কারণে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মো. নজরুল ইসলাম। তিনি জানান, হাসপাতালে তার প্রাথমিক সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট অনুযায়ী জামায়াত আমিরের প্রেশার এবং সুগার নরমাল আছে। তিনি এখন সুস্থ আছেন বলেও আশ্বস্ত করেন নজরুল ইসলাম।
উল্লেখ্য, শনিবার সকাল থেকে সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। একে একে নানান কর্মসূচি পালিত হয়। পরে বিকেলে প্রচণ্ড গরমে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে ডায়াসে শুয়ে পড়েন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর তিনি আবারও দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেন। কিন্তু আবারও কিছু সময় বাদে তিনি লুটিয়ে পড়েন। পরে সেখানে বসে বসেই বক্তব্য শেষ করেন তিনি।
ঠিকানা/এনআই