Thikana News
২০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২০ জুলাই ২০২৫

হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন জামায়াত আমির

হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন জামায়াত আমির ছবি সংগৃহীত
অসুস্থতার পর রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) রাতে তিনি হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করেন।

কেমন আছেন জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‌‘আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। শুধু খরাপ লাগে—এত বড় একটা আয়োজনে আপনারা সারা দিন ধরে ছিলেন, আমি জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। এর পরও শেষে দু-একটি কথা বলার চেষ্টা করেছি। আগামীতে ইনশা আল্লাহ আরও সুযোগ আসলে আরও কথা বলা যাবে।’

জামায়াত আমির বলেন, ‘আপনাদের মধ্যে দেশে-বিদেশে যারা আমার এই শারীরিক অবস্থা দেখে কষ্টা পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন; তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন আল্লাহ তায়ালা যত দিন বাঁচিয়ে রাখেন, যেন তিনি মানুষের কল্যাণের জন্যই বাঁচিয়ে রাখেন। আমার দ্বারা যেন দেশ ও জাতির কোনো ক্ষতি না হয়। আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। এই দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে এগিয়ে নেব ইনশা আল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা ন্যায় ও সত্যের পক্ষে থাকব, অন্যায় ও অসত্য যেখানে সেখানে আমরা দেয়াল তুলে দেব। আমরা একটা দেশ আমাদের যুব সমাজের জন্য উপহার দিয়ে যেতে চাই, যেই যুবসমাজ বুক পেতে আমাদের মুক্তি এনে দিয়েছে, তাদের প্রতি আমাদের দায় আছে। তাদের যে আকাঙ্ক্ষা সেটা অস্বাভাবিক কিছু না।’

শফিকুর রহমান বলেন, ‘সম্প্রতি কয়েকটি দেশ আমার ঘোরার সৌভাগ্য হয়েছে। সেই দেশের ভিশনারি ও দেশপ্রেমিক নেতৃত্বের কারণে মাত্র তিন দশকের ভেতরে এক একটা দেশ কোথায় চলে গেছে বদলে। আমরাও পারব ইনশা আল্লাহ। সবাই আমাদের শুধু একটা কথাই বলেছে, তোমরা যদি শুধু দুর্নীতিটা দমন করতে পারো, তোমাদের দেশ আমাদের দেশের চেয়ে সুন্দর হয়ে যাবে। একটা লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আরেকটা লড়াইয়ের মাধ্যমে দুর্নীতিকে এ দেশ থেকে বিদায় করে দেব ইনশা আল্লাহ।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স