বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে তিনটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে নতুন রাষ্ট্রদূত ও হাইকমিশনার নিয়োগ দিয়েছে। শুক্রবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়।
বর্তমানে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত নাহিদা সোবহানকে নিয়োগ দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জর্ডানে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন।
জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম হবেন ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা এবং শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অতীতে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও জেনেভায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নাহিদা সোবহান ও আরিফুল ইসলাম–এর অ্যাগ্রিমো (নিয়োগ গ্রহণের কূটনৈতিক সম্মতি) ইতোমধ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে।
সদ্য বিদায়ী পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার অ্যাগ্রিমো এখনো না এলেও পররাষ্ট্র মন্ত্রণালয় আশাবাদী, খুব দ্রুতই তা এসে যাবে।
বর্তমানে কূটনীতিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরকারের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তিনটি দেশেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িত, বিশেষত যুক্তরাষ্ট্র ও কানাডায় অভিবাসী এবং বাণিজ্যিক সংযোগ অত্যন্ত গভীর।
ঠিকানা/এনআই