Thikana News
২০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২০ জুলাই ২০২৫

সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ছবি সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসারদের পরবর্তী পদোন্নতির জন্য গঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশের স্বাধীনতা রক্ষা, শান্তিশৃঙ্খলা বজায় রাখায় এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

রোববার (২০ জুলাই) সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ ও আহত বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনাসদস্য এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাদারিত্ব, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও নিযুক্তিগত যোগ্যতার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যারা সৎ, নীতিবান ও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম, তারাই উচ্চতর পদে উন্নীত হওয়ার দাবিদার। এ সময় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে অফিসার নির্বাচনের নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা রক্ষা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। বেসামরিক প্রশাসনকে সহায়তা করে তারা যে ত্যাগ স্বীকার করছেন, তা জাতির জন্য গর্বের। এ জন্য সেনাপ্রধানসহ সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে সেনা ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে প্রধান উপদেষ্টা সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স