Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

স্টেডিয়ামে বসে খেলা দেখলেন মির্জা ফখরুল

স্টেডিয়ামে বসে খেলা দেখলেন মির্জা ফখরুল ছবি সংগৃহীত
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি২০ ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ জুলাই) খেলার শুরুর আগেই মিরপুরে হাজির হন বিএনপির মহাসচিব।

ম্যাচের শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। এই ইনিংস শেষ হওয়ার আগেই মিরপুর ছাড়েন মির্জা ফখরুল। এদিন ছেলেকে নিয়ে মাঠে হাজির হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

যদিও বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজ শুরুর আগে দর্শকদের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল অনেক। সেসব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন অবশ্য সমর্থকরা। লম্বা সময় পর ঘরের মাঠে আয়োজিত এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি দেখা যায়নি।

সিরিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে দর্শকের ঢল নামে। বিশেষ করে স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড এবং ক্লাব হাউস কানায় কানায় পূর্ণ হয়।

শেষ অবধি জয় নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। ৭ উইকেটে প্রথম টি২০ তে বাংলাদেশের এই জয়ের পরের ম্যাচ আগামী মঙ্গলবার (২২ জুলাই)।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স