Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

জরুরি সহায়তার নির্দেশ দিলেন তারেক রহমান

জরুরি সহায়তার নির্দেশ দিলেন তারেক রহমান ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহতদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান বিকেলে জানান, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন, বিমান বিধ্বস্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স