ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি স্কুল ভবন ধসে পড়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ২৫ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানা ভারি বৃষ্টিপাতের কারণে পুরনো ভবনটির ছাদ আচমকা ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৬০ জন শিক্ষার্থী ও একাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নেমে পড়েন।
ঘটনার পরই ধ্বংসস্তূপ সরাতে চারটি জেসিবি মেশিন আনা হয়। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা দল ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত শিক্ষার্থীদের প্রথমে মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর আহতদের পাঠানো হয় ঝালাওয়ার জেলা হাসপাতালে।
স্থানীয় সূত্র জানায়, ধসে পড়া স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হতো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে “বেদনাদায়ক ও মর্মান্তিক” উল্লেখ করে এক্স পোস্টে লেখেন, “এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।”
রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার জানান, “আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসা এবং ত্রাণ সহায়তা যথাযথভাবে পরিচালনার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে ভবন ধসের কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঠিকানা/এসআর