স্পেন : প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জ জেলা সমিতি মাদ্রিদ আহবায়ক কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। শহর থেকে একটু দূরে আবিলা ক্রুসেদারা লেক ও পাহাড়ের পাদদেশে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে বিপুলসংখ্যক নারায়ণগঞ্জ প্রবাসীরা অংশ নেন। বনভোজনের আনুষঙ্গিক কার্যক্রম শেষে বক্তব্য রাখেন আসলাম প্রধান, মো. সেলিম মিয়া সেন্টু, একরামুজ্জামান কিরণ, আকবর আলী মুকুল ,আকবর শেঠ, এস এম আসলাম, আবুল হোসাইন ও সাজিদ মাওলা প্রমুখ। দুপুরের মধ্যাহ্নভোজের শেষে বিকালে শিশু ও মহিলাদের খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী বিপ্লব খান।
ঠিকানা/এসআর