একজন করদাতার তথ্য যেমন তাকে সুরক্ষা করতে হবে, সেই সঙ্গে ট্যাক্স প্রিপেয়ারকে তার গ্রাহকের পরিচয় গোপন রাখার পাশাপাশি যাবতীয় সব তথ্য গোপন রাখতে হবে। এতে স্ক্যামারদের কাছ থেকে গ্রাহককে রক্ষা করা যাবে। স্ক্যামাররা যে কারও তথ্য চুরি করে স্ক্যাম করতে না পারে। তথ্য গোপন রাখতে কী কী পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সে সম্পর্কে বিশদ জানিয়ে বিশেষ প্রচারণা চালাচ্ছে আইআরএস।
ন্যাশনওয়াইড ট্যাক্স ফোরাম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আইআরএস, সিকিউরিটি সামিট গ্রীষ্মকালীন সিরিজ চালু করেছে, যাতে কর পেশাদাররা ক্লায়েন্টদের পরিচয় চুরি থেকে রক্ষা করতে পারে। নতুন নতুন স্ক্যামের ঘটনা ক্রমাগত প্রকাশ পাওয়ায় অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা এবং সিকিউরিটি সামিটের অংশীদাররা চলতি সপ্তাহে বিশেষ গ্রীষ্মকালীন প্রোটেক্ট ইওর ক্লায়েন্টস, প্রোটেক্ট ইয়োরসেলফ ক্যাম্পেইন শুরু করার ঘোষণা দিয়েছে, যাতে কর পেশাদাররা কর-সম্পর্কিত পরিচয় চুরির সঙ্গে জড়িত নতুন এবং চলমান হুমকি থেকে নিজেদের রক্ষা করতে পারেন। সিকিউরিটি সামিটের অংশীদাররা প্রোটেক্ট ইওর ক্লায়েন্টস, প্রোটেক্ট ইয়োরসেলফ ক্যাম্পেইনের মাধ্যমে কর পেশাদার সম্প্রদায়ের মধ্যে ডেটা চুরি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করে চলেছে। আইআরএস কমিশনার বিলি লং বলেছেন, আইআরএস, স্টেট এবং দেশের কর শিল্প সুরক্ষা শীর্ষ সম্মেলনের অংশীদারত্বের মাধ্যমে করদাতাদের সুরক্ষার জন্য তাদের দশকব্যাপী প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই প্রচেষ্টা তার প্রমাণ যে ব্যবসা এবং সরকার করদাতাদের শিক্ষিত করার জন্য এবং এই বিস্তৃত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করলে কী অর্জন করা যেতে পারে।
স্ক্যাম এড়ানো এবং রিপোর্ট করার উপায় সম্পর্কে বলা হয়, যেসব কর পেশাদার বুঝতে পারেন যে তারা নিরাপত্তা লঙ্ঘনের শিকার, তাদের চুরির রিপোর্ট করার জন্য তাদের স্থানীয় আইআরএস স্টেকহোল্ডার লিয়াজোনের সঙ্গে যোগাযোগ করা উচিত। আইআরএস স্টেকহোল্ডার লিয়াজোন নিশ্চিত করবে যে উপযুক্ত আইআরএস অফিসগুলোকে সতর্ক করা হয়েছে। যদি ঘটনাগুলো দ্রুত রিপোর্ট করা হয়, তাহলে আইআরএস ক্লায়েন্টদের নামে স্ক্যাম রিটার্ন ব্লক করার জন্য পদক্ষেপ নিতে পারে এবং প্রক্রিয়াটি পরিচালনা করতে কর পেশাদারদের সহায়তা করবে। কর পেশাদারদের তাদের সামগ্রিক তথ্য এবং ডেটা সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে ফেডারেল ট্রেড কমিশনের ডেটা ব্রিচ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তাও বুঝতে হবে। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আইআরএস থেকে ফিশিং, স্পিয়ার ফিশিং, তিমি শিকার এবং সিকিউরিটি সিক্স এর মাধ্যমে ফিশিং স্ক্যাম এবং স্ক্যামগুলো কেমন হতে পারে, তা তুলে ধরা হয়েছে। এটি এই নির্দেশিত আক্রমণগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সিকিউরিটি সিক্স সুরক্ষা সম্পর্কেও তথ্য সরবরাহ করে।
ক্লায়েন্টদের সুরক্ষায় সাহায্য করার জন্য সরঞ্জামের বিষয়ে বলা হয়েছে, নিজেকে রক্ষা করুন। করদাতাদের তথ্য সুরক্ষিত রাখার জন্য মাল্টি-ফ্যাক্টর প্রমাণীকরণ, আইপি পিন, আইআরএস অনলাইন অ্যাকাউন্ট, ট্যাক্স প্রো অ্যাকাউন্ট এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। স্ক্যাম থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে হবে।