Thikana News
০৪ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৬০০০ রান করলেন রুট!

শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৬০০০ রান করলেন রুট! ছবি : সংগৃহীত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন জো রুট। ওভালে ভারতের বিপক্ষে চলমান সিরিজের নির্ধারণী টেস্টের চতুর্থ দিনে এই মাইলফলকে পৌঁছান ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান রুট। এই শটেই ডব্লিউটিসিতে তার রান সংখ্যা ৬০০০ পূরণ হয়। প্রথম ইনিংসে ২৯ রান করা রুটের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রুটই একমাত্র ব্যাটার, যিনি ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল তার ৬৯তম ডব্লিউটিসি ম্যাচ। এ তালিকায় তার পরে আছেন যথাক্রমে স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটারের এই রানে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় ৫২-এরও বেশি।

শুধু এই মাইলফলকই নয়, চলমান ভারত সিরিজে আরও কিছু ব্যক্তিগত অর্জন ছুঁয়েছেন রুট। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এছাড়া কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার।

বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। শেষ টেস্টে জয়ের জন্য কঠিন লক্ষ্য তাড়া করছে স্বাগতিকরা। এই ইনিংসে সাজঘরে ফেরার আগে ১০৫ রান করেছেন রুট। ওভাল টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, হাতে আছে ৪ উইকেট।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স