জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার রাজধানীতে র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঘোষিত ‘ফতেহ গণভবনে’র বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, গুম, খুন, ‘আয়নাঘর’ তৈরি করে মুক্তিকামী জনতাকে দমন করতে চেয়েছিল ফ্যাসিস্ট শক্তি। কিন্তু ইতিহাসের অনিবার্য দাবিতে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জুলাই শুধু আন্দোলন নয়, জাগরণ।
ছাত্রশিবিরের সভাপতি বলে, জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে ‘লাল কার্ড’। যারা বন্যা ও খরার সময়ে পানি বৈষম্য করে, ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে—তারা কখনও বাংলাদেশের বন্ধু হতে পারে না। একটি শ্রেণি আন্দোলনে অংশ নিয়ে এখন ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। স্পষ্ট করে বলতে চাই—অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি হেলাল উদ্দিন ও মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতারা।
ঠিকানা/এএস