Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

বান্দরবানে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বান্দরবানে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
বান্দরবানের লামা পৌরসভার একটি বাসায় বালতির পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাইসা মনি।

আজ ২৮ আগস্ট (সোমবার) বেলা ১১টার সময় পৌরসভার ৬নং ওয়ার্ড লামামুখ এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা রফিক সরকার বলেন, রাইসার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। তখন তার অগোচরে বাসার বাথরুমের পানি ভরা বালতিতে পড়ে যায়। পরে সেখান থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে লামা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা থানার ওসি শামীম শেখ বলেন, লাশটি এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। শিশুটির পরিবারের কারও অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের জন্য বলা হয়েছে।

রাইসা লামা পৌরসভার লামামুখ গ্রামের যুবলীগ নেতা রফিক সরকারের মেয়ে। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট।

ঠিকানা/এসআর


 

কমেন্ট বক্স