ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি কালভার্ট বন্ধ করে ঘরবাড়ি নির্মাণ ও পুকুর খননের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার দুটি গ্রামের চলাচল ও শতাধিক একর ফসলি জমি অনাবাদি থাকার শঙ্কা সৃষ্টি হয়েছে।
সোমবার, ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকসানা নার্গিস ও সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আক্তার ফারুক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানায়, স্থানীয় আব্দুর রাশিদ ও সুরুজ আলী প্রভাব খাটিয়ে সরকারি দুটি কালভার্ট বন্ধ করে ঘরবাড়ি ও ফিসারী করেন এতে উচাখিলা ও আলীনগর গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ওই এলাকার কৃষকের শতাধিক একর জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
অল্প বৃষ্টিতেই বসতবাড়িতে পানি ওঠে পড়ে। এমন অবস্থায় নিদারুণ কষ্টে আছেন ওই এলাকার মানুষ। তাছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত স্কুল কলেজে যেতে পারছেন না বলে জানা গেছে।
এ বিষয়ে উচাখিলা স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, ওই এলাকায় আমার প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীর বাড়ি ।তাদের বসত বাড়ি, রাস্তাঘাটে পানি থাকায় স্কুল কলেজে আসতে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, কালভার্ট দুটি বন্ধ থাকায় আলীনগর, উচাখিলার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভুগছেন এবং ফসলি জমি চাষাবাদ করতে পারছেন না।
এ বিষয় জানতে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, অভিযোগ পেয়েছি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা/এসআর