Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ১২ আগস্ট (মঙ্গলবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের পর আমাকে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা যখন পথ খুঁজছিলাম, তখন আমার বন্ধু আনোয়ার ইব্রাহিম আমাদের সমর্থন দিতে এগিয়ে আসেন। প্রয়োজনের মুহূর্তে বন্ধুর এই সমর্থন আমাদের জন্য ছিল এক অসাধারণ অনুভূতি।

দেশের পরিস্থিতি নিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সচল করেছি। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারিতে নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে দেশ স্বাভাবিকভাবে চলতে পারে।

রোহিঙ্গা সংকটকে একটি ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা মালয়েশিয়ার কাছে সাহায্য চাই, বিশেষ করে আসিয়ান-এর সভাপতি হিসেবে তাদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, আমরা ব্যবসার জন্য প্রস্তুত এবং এখানে অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে দক্ষ জনশক্তি ও প্রযুক্তি রয়েছে, যা কাজে লাগিয়ে মালয়েশিয়ার বিনিয়োগকারীরা তাদের পণ্য উৎপাদন করে সারা বিশ্বে বিক্রি করতে পারে। আমরা একটি করভিত্তিক ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি গড়ে তুলতে চাই।

প্রধান উপদেষ্টা আরও জানান, বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার সকল বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হয়। এসব চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা, জ্বালানি, উচ্চ শিক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স