বাংলাবাজারে বসেছে এক কবি মেলা,
কবিমন ভাবছন্দে ভাসে কাব্য ভেলা।
সেদিন কত কবিতা কবি করে পাঠ,
তরী বেয়ে গান গেয়ে ভিড়ে কত ঘাট।
মনের মাধুরী দিয়ে কত হলো গান,
বুলুর গানেতে দিল ভরে সব প্রাণ।
কামরুন্নাহার এক শিল্পী আর কবি,
সকলের মন মাঝে আঁকে ভালো ছবি।
আকাশে হাসিছে চাঁদ মিটিমিটি আজ,
কথা আর গান ছাড়া নাহি কোনো কাজ।
কবি জুলি সব ভুলি দিল কথা ঝুলি,
কবি মেহের কি ভালো বাক্য বুলবুলি।
কবি তাহের গানের মধু সুরে সুরে,
বিজয় করেছে জয় নাহি দূরে দূরে।
লিয়াকত করে শত ছন্দ বাক্যবান,
রুনা গাহে মনভরা গান আর গান।
বিজ্ঞানী দলিল ভাই আজ কাছে পাই,
অধ্যাপক কবি আছে তার এক ভাই।
নাছির দিয়েছে ছন্দ নাহি দ্বিধাদ্বন্দ্ব,
অনিলের কথা যেন ফুলে ভরা গন্ধ।
রবিউজ্জমান ছিল কবি মেলা সাথে,
তাই মেলা ছিল মেতে চাঁদজাগা রাতে
কবি আসে খোলা মনে সব যাবে দিয়ে,
উজাড় করে হৃদয় ভালোবাসা নিয়ে।



সুধাংশু কুমার মন্ডল


