Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ফেরারি জীবন

ফেরারি জীবন
কী এমন তাড়া ছিল তোমার
খুঁটে খেলে না সোনামুখী ধান,
ছোঁয়ালে না উষ্ণ চঞ্চু প্রেয়সীর ঠোঁটে;
বিরহের দহনজ্বালা পোড়ে আতপ্ত মরুভূমি-
হরিণের নাভিতে ডুবে আছে শঙ্খচিলের পা
ফেরারি মন উড়ে গেলে-হবার হয় যা।

কী এমন বিষণ্নতায় ছিলে নিমগ্ন?
আঙুল ছোঁয়ালে না উপোসী শরীর,
তীব্র পিপাসায় কাঁদে জলের আর্তনাদ,
উর্বর শস্যভূমিতে মরুর হাহাকার;
রাতের আকাশে জ্যোৎস্নাঢাকা মেঘ-
তৃষার্ত শরীর উদোম বলে, আমাকে দেখ।

কী এমন দূরত্বে রেখেছিল নিজেকে?
দু’পায়ে নিগড় বেড়ি রাহুর বন্ধন,
বিনিদ্র যামিনী কাটে চন্দ্রতাপ উঠোন-
অষ্টপ্রহর ধূম্রকূট আঁধার সর্বনাশী,
ধূলিধূসরিত কণ্টক শয্যা দুঃসহ যন্ত্রণা
নীরব আঘাত ঠুকে ক্ষতবিক্ষত নিঠুর বঞ্চনা।

কী এমন আশার বাণী শুনাবে আমায়?
দগ্ধ পোড়া ঘায়ে শান্তির প্রলেপ,
বিপন্ন বিষণ্ন বিক্ষত শরীর জংধরা পচন;
পোড়া চোখে বহে না এখন অশ্রুনদী-
হারাবার যা কিছু ছিল, গিয়েছে সব ভেসে-
কিছুই তো অবশিষ্ট নেই-কী হবে ফিরে এসে?

সাধ করে কেন নিতে যাও ফেরারি জীবন,
দিন থাকিতে না হলে চাষ-নিষ্ফলা বরিষণ।

কমেন্ট বক্স