স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী আগামী ১৫ আগস্ট শুক্রবার। ১৯৭৫ সালের এই দিনে তাকে সপরিবারে হত্যা করা করে একদল বিপথগামী সেনা সদস্য। এর আগে আওয়ামী লীগের সরকার ১৫ আগস্টকে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে শোকের সাথে পালন করে আসছিল। তবে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার এই দিনের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করে ও জাতীয় দিবস থেকে দিনটি বাদ দিয়েছে।
১৫ আগস্ট বঙ্গবন্ধু ছাড়াও নিহত হন তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল ও রোজী জামাল, ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণিসহ ১৬ জন। বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে যান কর্নেল জামিলউদ্দীন আহমেদ, তিনিও তখন নিহত হন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা।
দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন ক্ষমতায় এসে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন। অধ্যাদেশটি পরে সংসদে একটি বিলের মাধ্যমে অনুমোদিত হয়। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে তারা বিলটি পরিবর্তন করে ও শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। সেই সময় সরকারি স্বীকৃতি না থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দিবসটির পালন অব্যাহত রাখে। ছয় বছর পর বাংলাদেশ হাইকোর্ট ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করে। যার পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় দিনটিতে ছুটি চালু করে। পরবর্তীতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর, প্রতি বছর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। ২০২৪ সালের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার এই দিনের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করে। এরপর ১৬ অক্টোবর ২০২৪ তারিখ সরকার এই দিবসটি জাতীয় দিবসের তালিকা থেকে বাদ দিয়ে পরিপত্র জারি করে।
নিউইয়র্কে বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও শোক দিবস পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এরমধ্যে প্রতি বছরের মত এবারো ১৫ আগস্ট শুক্রবার নিউইয়র্কে বড় কর্মসূচির আয়োজন করেছে অরাজনৈতিক সংগঠন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে - ১৫ আগস্ট শুক্রবার এক হাজার জায়নামাজ বিতরণ, নিউইয়র্কের ব্লাডব্যাংকের জন্যে রক্তদান, দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘লিটল বাংলাদেশ’ (নবান্ন রেস্টুরেন্টের সামনে) এলাকায় সকাল ১১টা থেকে এ কর্মসূচি চলবে। ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি সাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলম নমী সকল প্রবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন দিনব্যাপী এই কর্মসূচিতে।
বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরানস ১৯৭১, ইউএসএ আগামী ২৩ আগস্ট শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজ, সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, অনুষ্ঠানের আহ্বায়ক খুরশীদ আনোয়ার বাবলু ও সদস্য সচিব সাইদুর রহমান। একাত্তরের প্রহরী ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দিবসটি উদযাপনে সেমিনার-সিম্পোজিয়াম, দোয়া-মাহফিল এবং তবারক বিতরণের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।