বাবা-মায়ের অসাবধানতার কারণে পিকনিকে গিয়ে গাড়িচাপায় অকালে ঝরে গেল দুই বছরের কন্যাশিশু প্রার্থনা রায় হিমির জীবন। পিকনিকে গিয়ে বন্ধুদের সাথে যেখানে আনন্দ-উচ্ছ্বাসে মেতে থাকার কথা, সেখানে লাশ হয়ে ফিরতে হলো ছোট্ট এই শিশুটিকে। হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গত ১০ আগস্ট রোববার নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে।
‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র ব্যানারে আয়োজিত পিকনিকে বাবা-মায়ের সাথে অতিথি হয়ে গিয়েছিল হিমি। একমাত্র কন্যাকে অকালে হারিয়ে একপ্রকার শোকে স্তব্ধ হয়ে গেছেন তার বাবা হৃষীকেশ রায় ও মা কল্পনা রায়। চোখের সামনে ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে পড়েন পিকনিকে উপস্থিত অনেকেই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৪৫ মিনিটে পিকনিকে অংশগ্রহণকারী জনৈক পিকনিক স্পটের কাছে তার পরিবারকে গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর গাড়িটি সামনের দিকে যেতে থাকে পার্ক করার জন্য। এমন সময় হিমির বাবা হৃষীকেশ রায় রাস্তার অপর পাশে যেতে থাকেন। কিন্ত তার পেছনে সবার অজান্তে তার মেয়ে হিমিও দৌড়ে যায়। এই সময় মেয়েটি ওই গাড়ির নিচেই চাপা পড়ে। সবাই চিৎকার দিলে গাড়িটি থেমে যায়। বাবা হৃষীকেশ রায় তার মেয়েকে গাড়ির নিচ থেকে বের করেন। ততক্ষণে ছোট্ট এই শিশুটির নাক ও কান দিয়ে রক্ত ঝরতে থাকে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে রক্তাক্ত অবস্থায় হিমি রায়কে গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যায়। বিকালে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে পিকনিক স্থলে সবাই কান্নায় ভেঙে পড়েন। পিকনিকের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। অনেকেই হাসপাতালে ছুটে যান। হিমির অকাল মৃৃত্যুতে অনেকেই গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রার্থনা রায় হিমি বাবা-মায়ের একমাত্র কন্যা সন্তান। তার বড় ও ছোট দুই ভাই রয়েছে। তাদের বাসা নিউইয়র্কের এলমহার্স্টে। বাবা হৃষীকেশ রায় সিটি জব করেন। মা কল্পনা রায় একজন গৃহিনী। ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র ব্যানারে পিকনিকের অন্যতম আয়োজক ছিলেন হৃষীকেশ রায়।
পুলিশ জানিয়েছে, এটি একটি দুর্ঘটনা ছিল। গাড়ি চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
নিহত হিমির বাবা হৃষীকেশ রায় জানিয়েছেন, এ দুর্ঘটনায় কারো দায় নেই। এটা ছিল নিয়তি। গাড়িচালক তাদের পরিচিত এবং তিনিও সপরিবারে পিকনিকে গিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট বুধবার প্রার্থনা রায় হিমির শেষকৃত্য হবে। এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তার মরদেহ নিউইয়র্কের কুইন্সের করোনায় কোপোলা মিগলিওর ফিউনারেল চ্যাপেলে রাখা হবে। সেখানে হিন্দু রীতি অনুযায়ী তাকে শেষ বিদায় জানানো হবে। এরপর বেলা পৌণে ১২টায় হিমিকে ব্রুকলিনের জ্যামাইকা অ্যাভিনিউর সাইপ্রেস হিল সেমিট্রিতে সমাহিত করা হবে।
হৃষীকেশ রায় ও কল্পনা রায় একমাত্র কন্যার শেষকৃত্য অনুষ্ঠান এবং বিশেষ প্রার্থনা সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।