বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা আগামী ২৪ আগস্ট লাগোর্ডিয়া ম্যারিয়টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সাবেক কর্মকর্তাদের প্রি রেজিস্ট্রেশনে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজক কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, সোসাইটির বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানসহ অনেক ট্রাস্টি সদস্য ছাড়াও নির্বাচন কমিশনের প্রাক্তন সদস্যদের অনেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। মিলনমেলা উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। এছাড়া থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেকের অনুরোধে এই মিলনমেলার রেজিস্ট্রেশনের সময়সীমা দুই দফা বৃদ্ধি করা হলেও আর বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। কেননা হোটেল কর্তৃপক্ষকে ১৬ আগস্টের মধে্যই অতিথি সংখ্যা কনফার্ম করতে হবে। ১৫ আগস্ট রেজিস্ট্রেশনের শেষদিন।
যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারেনি, তারা ১৫ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। অনুষ্ঠানের আসন সংখ্যা সীমিত এবং নির্দিষ্ট বিধায় অনুষ্ঠানস্থলে রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না বলেও জানিয়েছেন তারা।