Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত, বাংলাদেশসহ রয়েছে আরও যারা

বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত, বাংলাদেশসহ রয়েছে আরও যারা ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর বসতে যাচ্ছে ২০২৬ সালে। দুই বছর পরপর অনুষ্ঠিত হওয়া যুবাদের এই টুর্নামেন্টটির এবারের আসরের আয়োজক জিম্বাবুয়ে ও নামিবিয়া। সেখানে অংশ নিচ্ছে ১৬টি দল। শেষ দল হিসেবে যুক্তরাষ্ট্রের কোয়ালিফাই করার মাধ্যমে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া সব দল নিশ্চিত করেছে আইসিসি।

সর্বশেষ ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের শীর্ষ ১০ দল সরাসরি অংশ নিচ্ছে এবারের আসরে। সেই হিসেবে বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হয়নি। ২০২৪ বিশ্বকাপের শীর্ষ দশ দলের একটি ছিল বাংলাদেশ।

স্বাগতিক জিম্বাবুয়ে ছাড়া সরাসরি অংশ নেওয়া দলগুলো হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এ ছাড়া আঞ্চলিক বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ৫টি দল। আফ্রিকা অঞ্চল থেকে তানজানিয়া, আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ অঞ্চল থেকে স্কটল্যান্ড।

চূড়ান্তে পর্বে জায়গা করে নেওয়া ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। তবে গ্রুপগুলো এখনো ভাগ করা হয়নি। বাংলাদেশের প্রতিপক্ষ করা হতে যাচ্ছে সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে ড্র পর্যন্ত।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স