বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা খুঁজে বের করে জাতীয় মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই আবারও চালু করা হয়েছে এ অনুষ্ঠান। ২০০৫ সালের পর অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়া এই অনুষ্ঠানটি একসময় শিশু-কিশোরদের স্বপ্নের প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল। গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুকসহ নানা শাখায় প্রতিভা প্রকাশের সুযোগ করে দেওয়া এই অনুষ্ঠানটি আবারও নতুন আঙ্গিকে ফিরছে ‘নতুন কুঁড়ি-২০২৫’ নামে।
রোববার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঢাকা কেন্দ্রে ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম, অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড. মো. আলতাফ-উল-আলম, যুগ্ম সচিব উপ-মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ফখরুল আলম, উপ-মহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহামেদ এবং বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে ‘নতুন কুঁড়ি’ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় শিশুরা সম্মিলিতভাবে পরিবেশন করে বিখ্যাত থিম সং ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’। অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে শিশু-কিশোরদের উচ্ছ্বাস ও সৃজনশীল পরিবেশনা।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রতিযোগিতার অনলাইন ও অফলাইন আবেদন প্রক্রিয়াও শিশুদের সহায়তায় সম্পন্ন করেন। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ চলবে এবং আগ্রহীরা বাংলাদেশ টেলিভিশনের অফিশিয়াল ওয়েবসাইট ([www.btv.gov.bd](http://www.btv.gov.bd)) থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। এবারের প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত—এই ৯টি বিষয়ে দুটি বিভাগে (ক এবং খ শাখা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ শাখায় প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬ বছর থেকে ১১ বছরের নিচে এবং ‘খ’ শাখার জন্য বয়স নির্ধারণ করা হয়েছে ১১ থেকে ১৫ বছর। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগীরা পরবর্তী বিভাগীয় বাছাইয়ে অংশ নেবে।
‘নতুন কুঁড়ি-২০২৫’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর আবারও ‘নতুন কুঁড়ি’ ফিরে আসায় শিশু-কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন প্রজন্মের সাংস্কৃতিক বিকাশ ও প্রতিভা বিকশিত করতে বিটিভির এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে অভিভাবক ও সংস্কৃতি অনুরাগীরা।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


