Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ফ্লোরিডায় ডা. ফয়সল ও কবীর চৌধুরীর রিটায়ারমেন্টে বিশেষ অনুষ্ঠান

ফ্লোরিডায় ডা. ফয়সল ও কবীর চৌধুরীর রিটায়ারমেন্টে বিশেষ অনুষ্ঠান
দিল এ রহমান চাঁপা, ফ্লোরিডা থেকে : মোহাম্মদ ফয়সল ও কবীর চৌধুরী দু’জনই বাংলাদেশি ডাক্তার। খুবই চমৎকার মানুষ। দু’জনই ফ্লোরিডার লেক সিটিতে বসবাস করেন। সেখানে তারা ডাক্তার হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন।
সম্প্রতি ডা. মোহাম্মদ ফয়সল ও ডা. কবীর চৌধুরী চাকরি থেকে অবসরে গেছেন। গত ১৯ জুলাই বিকেল সাড়ে ছয়টায় ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কোরি ভিলেজ অডিটোরিয়ামে তাদের দু’জনের রিটায়ারমেন্ট উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি রাত প্রায় পৌনে এগারোটা পর্যন্ত চলে।

অনুষ্ঠানের শুরুতে অনেকে বক্তব্য রাখেন এবং স্মৃতিচারণ করেন। তাদের মধ্যে রয়েছেন- হারুনুর রশিদ বাদল, ফিরোজ, হাসান, মাহমুদ, যাহা হামিদা ফ্লোরা, প্রফেসর খন্দকার মুত্তালিব ও কনক। তারপর মঞ্চে উঠে আসেন যথাক্রমে ডা. মোহাম্মদ ফয়সল ও ডা. কবীর চৌধুরী এবং তারা উভয়েই বক্তব্য রাখেন। এরপর ইতিপূর্বে ভিডিওতে ধারণ করা ডা. ফয়সলের ছেলে-মেয়ে ফাহিম, ফারুক, ফারহা ও ফারজানা এবং ডা. কবিরের সন্তান নাদিম, নাবিদ এবং নিনির বক্তব্য প্রচার করা হয়।

তারপর শুরু হয় ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কালচারাল অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে চমৎকার রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন মৌমিতা। গানটি হলো ‘তোমারো অসীমে প্রাণমন লয়ে  যতদূরে আমি যাই’।

এরপর ইফতিদা চমৎকার নৃত্য পরিবেশন করেন। জয়শ্রী একটি চমৎকার কবিতা আবৃত্তি করেন। বৃষ্টি পরিবেশন করেন ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে’। তারপর সৃষ্টি বরাবরের মতোই একটি খুব সুন্দর নৃত্য পরিবেশন করেন। সজীব ও অন্তিকা দু’জনে সম্মিলিতভাবে একটি কবিতা আবৃত্তি করে শোনান।
সবশেষে নির্জন, সাফিন ও ইমরান তিনজনে মিলে কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষের দিকে ডা. কবির চৌধুরী পুরোনো দিনের নবাব সিরাজুদৌলা নাটকের বা সিনেমার একটি সংলাপ খুব চমৎকারভাবে পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জয়শ্রী ও তাহমিদ।
সবশেষে ডা. ফয়সল ও ডা. কবিরকে এবং দুই ভাবী পুনম ও মুন্নীকে চমৎকার দুটি উপহার প্রদান করা হয়। এরপর ছিল সবার জন্য রাতের চমৎকার সুস্বাদু খাবার। সব মিলে অনুষ্ঠানটি ছিল উপভোগ্য। 

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স