কবি ও লেখকদের কল্পনার জগৎ ভিন্ন
তাঁদের চিন্তা-চেতনার বিচরণ অনন্য।
সাদা-কালোর নেই কোনো ভেদাভেদ
সাম্যের প্রাধান্য, করে না কোনো শ্রেণিভেদ।
তোমার চোখ, নাক আর মৃদু হাসি
মনের মণিকোঠায় বাজায় যেন বাঁশি।
নাকের নোলক, পায়ের নূপুর
স্বপ্নের ভুবনে থাকি তোমায় নিয়ে অচিনপুর।
কবিতার মতোই তুমি করো হৃদয়ে স্পর্শ
সম্মান করি আমি তোমার আদর্শ।
তোমায় নিয়ে ডুব দিতে চাই পূর্ণিমার আলোয়,
চাঁদের বুড়ি হেসে বলবে, ‘তোমরা থেকো ভালোয়।’
মাঝে মাঝে হারিয়ে যাই তোমার মনভুবনে
স্মৃতি জড়িয়ে থাকে, নিঃশব্দ সুর বাজে মনের কোণে।
তুমি কবিতার এক জীবন্ত হাসি
কবিতারই রূপ, তাই তোমায় অনন্তকাল ভালোবাসি।