Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

ছেলেবেলা

ছেলেবেলা





 
হারিয়ে গেছে ছেলেবেলা, খেলাগুলো আর নাই,
এখন খেলার মাঠে পড়ে আছে শুধু স্মৃতিটাই।
তখন পৃথিবীটা ছিল যেন এক রূপকথার দেশ,
সারা দিন শুধু খেলা আর খেলা, ব্যস্ততার নাই শেষ।

ফিরে আর পাওয়া যাবে না গোল্লাছুট ও ডাংগুলি,
ফিরে আর পাওয়া যাবে না, মধুর সেই দিনগুলি ॥
বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা, আহা কী যে মজা,
তার পরদিন সর্দি-জ্বর আর মায়ের বকাঝকা।

বন্ধুরা যেন ডাকছে এখনো ‘চল খেলতে যাই’
কিন্তু তারা তো সব হারিয়ে গেছে, কেউ কোথাও নাই ॥
হারিয়ে গেছে লালু কালু, হারিয়ে গেছে অলি,
হারিয়ে গেছে সেই স্বপ্নমাখা মধুর দিনগুলি ॥

ইচ্ছে করে ফিরে পাই সে মধুর ছেলেবেলা,
ইচ্ছে করে ফিরে পাই সব মিষ্টি-মধুর খেলা।
 

কমেন্ট বক্স