ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের প্রস্তাবে পালিয়ে যেতে রাজি না হওয়ায় এক মাদরাসা ছাত্রীকে জবাই করে হত্যারচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ২০ আগস্ট (বুধবার) রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে। জানা যায়, বুধবার রাতে ওই মাদরাসা শিক্ষার্থী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। এ সময় ওঁত পেতে থাকা প্রতিবেশী বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া(২২)মেয়েটির মুখ চেপে ধরে গলায় চুরি চালায় এতে তার শরীরের বিভিন্ন স্থানে উপুর্যুপুরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপাচার করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী ময়মনসিংহ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন রয়েছে। আহতের বড় বোন জানান, প্রতিবেশী ইয়াসিন তার বোনকে বাড়ি থেকে গোপনে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি না হওয়ায় তাকে হত্যাচেষ্টা করে ইয়াসিন।এ ঘটনায় বৃহস্পতিবার, ভুক্তভোগীর বড়ভাই আজিজুল বাদী হয়ে ইয়াসিনসহ পাচঁজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনার পর থেকে ইয়াসিনসহ তার পরিবারের লোকজনবাড়ি-ঘর ছেড়ে পালিছে। স্থানীয় এলাকবাসী এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতারসহ বিচার দাবি জানিয়েছেন।
ওসি ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।
ঠিকানা/এসআর



ঠিকানা অনলাইন


