প্রথম কনসার্টের অভূতপূর্ব সাফল্যের পর জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান আবারও নিউইয়র্ক মাতাতে আসছেন আরো জমকালো আয়োজন নিয়ে। ‘ঠিকানা প্রেজেন্টস’ প্রীতম হাসান নিউইয়র্ক নাইট, পাওয়ার্ড বাই রিভার’ শিরোনামে তার দ্বিতীয় একক কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২৩ আগস্ট রোববার লং আইল্যান্ডের ওয়েস্টবারিতে (২৫০ পোস্ট অ্যাভিনিউ, ওয়েস্টবারি, লং আইল্যান্ড, এনওয়াই ১১৫৯০)।
আয়োজক দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইমেন্টের কর্ণধার জামান মনির জানান, প্রবাসী বাঙালিদের জন্য এটি হতে যাচ্ছে সঙ্গীত, আবেগ ও বিনোদনে ভরপুর এক অবিস্মরণীয় সন্ধ্যা। তিনি বলেন, প্রীতম হাসান তার প্রথম কনসার্টে শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা তাকে আরো উদ্দীপ্ত করেছে নতুন আয়োজনের জন্য। এবারের শোতে থাকছে তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি একাধিক নতুন গান, বিশেষ মিউজিক অ্যারেঞ্জমেন্ট, লাইভ ইন্সট্রুমেন্টাল পারফরম্যান্স এবং দর্শকদের জন্য কিছু চমকপ্রদ উপহার।
জামান মনির আরো জানান, ‘নিউইয়র্কের মঞ্চে প্রীতম হাসানের প্রতিটি পারফরম্যান্স হবে স্মরণীয়। আমরা চাই প্রবাসী সঙ্গীতপ্রেমীরা একসঙ্গে মেতে উঠুক গান ও আনন্দে ভরা এই রাতে।’ টিকিট সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে িি.িনহব.ষরাব-এ। এছাড়া টিকিট পাওয়া যাবে জ্যাকসন হাইটসের সোনার বাংলা সেলুন, জ্যামাইকার ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও বোম্বে গ্রাফিক্স, এস্টোরিয়ার মারাকেশ রেস্টুরেন্ট, ওজোন পার্কের বেস্ট মাই ফ্লাইট অফিসে। অনুষ্ঠানটির সহযোগিতায় প্রিয়জন ফিল্মস অ্যান্ড টোস্টার প্রোডাকশন।
জামান মনির জানান, প্রিতম হাসান যুক্তরাষ্ট্রে মোট ২৭টি শো করবেন। এরমধ্যে ২১টি ইতিমধ্যে সফলভাবে শেষ হয়েছে। প্রতিটি শো সফল হয়েছে। দর্শক খুব আনন্দ পেয়েছেন। নিউইয়র্কে এটি তার শেষ শো। এরপর শো করবেন অ্যারিজোনা ও কানেকটিকাটে। ১৫ সেপ্টেম্বর কানেকটিকাটে শেষ করে চার মাসের যুক্তরাষ্ট্র সফর শেষ হবে। ফিরে যাবেন মাতৃভূমি বাংলাদেশে।