নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস কঠোর ভাষায় সমালোচনা করলেন মেয়র পদপ্রার্থী জোহরান মমদানিকে, যিনি দীর্ঘদিন ধরে দেহব্যবসা বৈধ করার প্রস্তাব দিয়ে আসছেন। এরিক অ্যাডামস বলেন, মামদানি ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ এবং তার অবস্থান যৌনপাচারের শিকারদের প্রতি অবিচার।
এরিক অ্যাডামস সাংবাদিকদের বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই। আমি একজন ঈশ্বরবিশ্বাসী মানুষ, যেমন মামদানি নিজেকে মুসলমান বলে দাবি করেন। আমি জানি না তার কোরআনে কোথায় লেখা আছে যে একজন নারী রাস্তায় দাঁড়িয়ে নিজের শরীর বিক্রি করতে পারে। আমি জানি না তিনি কোন কোরআন পড়ছেন। এটা আমার বাইবেলে নেই।’
তিনি আরও যোগ করেন, মামদানি দেহব্যবসার সঙ্গে জড়িত মানবপাচারের বাস্তবতাকে উপেক্ষা করছেন। ‘আপনি কোনো মহিলাকে সাহায্য করছেন না, যাকে বাধ্য হয়ে শরীর বিক্রি করতে হচ্ছে। আমরা শহরে অপরাধ কমাতে চাইছি, আর তিনি দেহব্যবসা বৈধ করার কথা বলছেন। বিশ্বাসের মানুষ হয়েও আমি বুঝতে পারি না কোন ধর্ম দেহব্যবসাকে সমর্থন করে,’ বলেন অ্যাডামস। এই মন্তব্য আসে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনের পর, যেখানে মামদানির অতীত প্রচেষ্টা তুলে ধরা হয়েছিল। তিনি ২০২০ সালে স্টেট অ্যাসেম্বলির জন্য নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই আইন পরিবর্তনের পক্ষে ছিলেন এবং সেই অবস্থান ধরে রেখেছেন। তবে মেয়র প্রার্থিতা ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে তিনি নীরব রয়েছেন, যা সমালোচকদের শঙ্কিত করছে- নির্বাচিত হলে হঠাৎ বৈধকরণের উদ্যোগ নেবেন কি না।
অন্যদিকে অ্যাডামস, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনর্নির্বাচনের দৌড়ে আছেন, এই প্রস্তাবকে শহরের জন্য ‘বিপজ্জনক. বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘যদি এটাই তার বিশ্বাস হয়, তবে তা আমাদের শহরের জন্য হুমকি। আমাদের শহর নিরাপদ হওয়া উচিত। এটি এমন একটি শহর হওয়া উচিত নয় যেখানে নারী বা পুরুষ রাস্তায় দাঁড়িয়ে শরীর বিক্রি করছে।’