Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

কলম্বিয়ান ক্যালেতে অংশ নিলো  অ্যামলোটাস ক্যারিয়ার স্কুল

কলম্বিয়ান ক্যালেতে অংশ নিলো  অ্যামলোটাস ক্যারিয়ার স্কুল
নিউইয়র্কে অনুষ্ঠিত ‘কলম্বিয়ান ক্যালে ২০২৫’ উৎসবে অংশ নিয়েছে অ্যামলোটাস ক্যারিয়ার স্কুল। কুইন্সের কলম্বিয়ান সম্প্রদায়ের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছিল। গত ১২ জুলাই শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৮২ ও ৮৪ স্ট্রিটের মধ্যবর্তী ৩৭ অ্যাভিনিউতে অনুষ্ঠিত এই উৎসবে নানান সংস্কৃতি এবং সম্প্রদায়ের অভিবাসীরা অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত, জমজমাট ও আনন্দময়। এটি ছিল এই উৎসবের চতুর্থ বর্ষপূর্তি।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সংস্কৃতি ও ঐহিহ্যে লালিত ‘কলম্বিয়ান ক্যাল’ উৎসব কলম্বিয়ান অভিবাসী সমাজের সঙ্গে বৃহত্তর স্প্যানিশ ও দক্ষিণ ভারতীয়সহ বাংলাদেশি অভিবাসীদের অর্থপূর্ণ সম্পৃক্ততা তৈরি করে। 
অ্যামলোটাস ক্যারিয়ার স্কুলের লক্ষ্য হল- অভিবাসী সম্প্রদায়গুলোকে সমর্থন করা, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে অভিবাসী জীবনের সাথে খাপ খাইয়ে নিতে কঠোর পরিশ্রম করে চলেছেন। 
অ্যামলোটাস কর্তৃপক্ষ জানায়- ‘নতুন রীতি-নীতি, সংস্কৃতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চ্যালেঞ্জগুলো আমরা বুঝতে পারি। যেহেতু ইংরেজি এই দেশের প্রাথমিক ভাষা, তাই আমরা বিশ্বাস করি যে ইংরেজিতে সাবলীলতা উন্নত করার পাশাপাশি উন্নত শিক্ষা, ক্যারিয়ারের সুযোগ এবং দীর্ঘমেয়াদী সাফল্যের দরজা খুলে দিতে পারে অ্যামলোটাস।’
তারা বলেন, আমাদের প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা অভিবাসীদের ভাষা দক্ষতা এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করি। এটি অভিবাসীদের ব্যক্তিগত ও পেশাগত যাত্রায় উন্নতি করতে সহায়ক হয়।
উল্লেখ্য, ১২ জুলাই দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা উৎসবে ছিল লাইভ মিউজিক, লোকনৃত্য পরিবেশনা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা। ঐতিহ্যবাহী পোশাকে কুম্বিয়া নৃত্যশিল্পীরা পরিবার, প্রতিবেশী ও দর্শনার্থীদের সঙ্গে মিশে যান, আর পুরো  ‘কলম্বিয়া ক্যাল’ হয়ে ওঠে রঙিন ও সুরেলা। 
শুধু উৎসব নয়, এটি ছিল একটি কমিউনিটি রিসোর্স ফেয়ার, যেখানে স্থানীয়, সিটি ও অঙ্গরাজ্য সংস্থা এবং নানা কমিউনিটি সংগঠন সেবা ও সহায়তার তথ্য প্রদান করে। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স