Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

নিউইয়র্ক সিটিতে স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষার প্রথম অনুমতি পেল ওয়েমো

নিউইয়র্ক সিটিতে স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষার প্রথম অনুমতি পেল ওয়েমো

নিউইয়র্ক, এনওয়াই — নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (DOT) কমিশনার ইদানিস রদ্রিগেজ আজ একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। নিউইয়র্ক সিটির রাস্তায় স্বয়ংক্রিয় গাড়ি (AV) পরীক্ষার জন্য প্রথমবারের মতো অনুমতি প্রদান করা হয়েছে। বিশ্বব্যাপী স্বয়ংচালিত প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়েমোকে সীমিত সংখ্যক গাড়ি ম্যানহাটন এবং ডাউনটাউন ব্রুকলিনে পরীক্ষামূলকভাবে চালানোর অনুমতি দেওয়া হয়েছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ অনুমতি দেশের মধ্যে সবচেয়ে কঠোর নিরাপত্তা নীতিমালার আওতায় প্রদান করা হয়েছে।

DOT-এর নিয়ম অনুযায়ী, পরীক্ষার সময় প্রতিটি গাড়িতে প্রশিক্ষিত নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিয়ারিং হুইলের পেছনে উপস্থিত থাকবেন, যাতে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ নেওয়া যায়। এ পাইলট প্রকল্প অ্যাডামস প্রশাসনের উদ্ভাবনমুখী পদক্ষেপের অংশ হলেও, এতে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রযুক্তি ও নিরাপত্তার মাইলফলক

“আমরা প্রযুক্তি-বান্ধব প্রশাসন এবং সবসময় উদ্ভাবনী পন্থায় শহরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি,” বলেন মেয়র অ্যাডামস। “নিউইয়র্ক সিটি গর্বিত যে ওয়েমোকে ম্যানহাটন ও ব্রুকলিনে পরীক্ষার অনুমতি দিয়েছে। আমরা জানি এটি কেবল প্রথম পদক্ষেপ। দায়িত্বশীল উদ্ভাবন চালিয়ে যেতে গিয়ে আমরা সবসময় সড়ক নিরাপত্তাকে অগ্রাধিকার দেব।”

কমিশনার রদ্রিগেজ বলেন, “দেশজুড়ে স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি ছড়িয়ে পড়ার সাথে সাথে DOT নিরাপদ ও দায়িত্বশীল পরীক্ষার জন্য বিস্তৃত নির্দেশিকা প্রণয়ন করেছে। এসব নিয়ম নিশ্চিত করবে যে এই প্রযুক্তি বিকাশের কেন্দ্রবিন্দুতে সর্বাগ্রে থাকবে সড়ক নিরাপত্তা।”

নিউইয়র্কে ওয়েমোর সূচনা

ওয়েমো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে ১ কোটিরও বেশি স্বয়ংক্রিয় যাত্রা সম্পন্ন করেছে। কোম্পানিটি নিউইয়র্কে পরীক্ষার জন্য প্রস্তুত বলে জানিয়েছে।
“আমরা গর্বিত যে নিরাপত্তার দৃঢ় রেকর্ড নিয়ে নিউইয়র্কে এই জীবনরক্ষাকারী প্রযুক্তি আনার ভিত্তি স্থাপন করতে পারছি,” বলেন ওয়েমোর যুক্তরাষ্ট্রের নীতি বিষয়ক প্রধান আনাবেল চ্যাং। “আমাদের বিশ্বাস, স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসারে প্রত্যক্ষভাবে শহরগুলোর সাথে কাজ করা অত্যন্ত জরুরি।”

মাদার্স এগেইনস্ট ড্রাঙ্ক ড্রাইভিং (MADD) নিউইয়র্কের আঞ্চলিক নির্বাহী পরিচালক পেইজ কার্বোন বলেন, “স্বয়ংক্রিয় গাড়ি যদি দায়িত্বশীলভাবে চালু হয়, তবে তা মদ্যপ বা বেপরোয়া ড্রাইভিংয়ের মতো আচরণজনিত কারণে ঘটে যাওয়া মৃত্যু ও আঘাত রোধে আশাব্যঞ্জক ভূমিকা রাখতে পারে। ওয়েমোর এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।”

প্রকল্পের বিবরণ

অনুমোদিত পাইলট প্রোগ্রামের আওতায় ওয়েমো সর্বোচ্চ আটটি স্বয়ংক্রিয় গাড়ি ম্যানহাটন ও ডাউনটাউন ব্রুকলিনে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পরীক্ষা করতে পারবে। শর্তগুলোর মধ্যে রয়েছে:

  • DOT-এর সাথে নিয়মিত বৈঠক ও তথ্য প্রতিবেদন প্রদান।

  • সাইবার নিরাপত্তা সম্পর্কিত সর্বোত্তম অনুশীলন মেনে চলা।

  • নিউইয়র্ক রাজ্যের মোটর ভেহিকেলস ডিপার্টমেন্ট থেকে অনুমতি গ্রহণ।

তবে এ অনুমতি শুধুমাত্র পরীক্ষার জন্য সীমিত। বর্তমানে নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশনের (TLC) নিয়ম অনুযায়ী, যাত্রী পরিবহনের জন্য স্বয়ংক্রিয় গাড়ি ব্যবহার নিষিদ্ধ। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এ সেবা চালু করতে হলে TLC-এর লাইসেন্সসহ সকল নিয়ম মানতে হবে।

আগামীর দিকনির্দেশনা

যখন নিউইয়র্কও AV পরীক্ষার অনুমতিপ্রাপ্ত শহরের তালিকায় যুক্ত হলো, তখন শহরের কর্মকর্তারা স্পষ্ট করেছেন—সবার আগে নিরাপত্তা। ওয়েমোর এ পাইলট প্রোগ্রামের ফলাফল বিশ্বের সবচেয়ে ব্যস্ত নগর পরিবেশে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে স্বয়ংক্রিয় প্রযুক্তি প্রয়োগের ভিত্তি তৈরি করতে পারে।


কমেন্ট বক্স