Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয় প্রস্তাবে একমত ৮৯ ভাগ মানুষ: জরিপ

প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয় প্রস্তাবে একমত ৮৯ ভাগ মানুষ: জরিপ ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন, এমন প্রস্তাবের সঙ্গে ৮৯ ভাগ মানুষ একমত বলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পরিচালিত একটি জরিপে উঠে এসেছে। ২৬ আগস্ট (মঙ্গলবার) একটি আলোচনা অনুষ্ঠানে সংস্থাটি এই জরিপের তথ্য তুলে ধরে।

সুজন জানায়, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে ৯০ ভাগ মানুষ। আর ৮৭ শতাংশ মানুষ সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন চায়।

আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তবে এর মাশুল তাদেরই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিনত হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স