ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অচিরেই শুরু হবে প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি। তবে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে। ২৬ আগস্ট (মঙ্গলবার) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক মাঠে উত্তাপ বিরাজ করছে। প্রধান উপদেষ্টার ঘোষণার পরও ভোটের তারিখ ঘিরে নানা গুঞ্জন চলছে। তবে বিএনপি সরকারের নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে বিশ্বাস করে এবং এ নিয়ে দলে কোনো অনিশ্চয়তা নেই।
তিনি জানান, শিগগিরই দলের প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি ও অতীতে রাজপথে সক্রিয় ভূমিকা বিশেষ গুরুত্ব পাবে।
সংবিধান পরিবর্তন প্রসঙ্গে বিএনপি মহাসচিবের অবস্থান ছিল একেবারেই পরিষ্কার। তিনি বলেন, “আমরা কোনোভাবেই সংবিধান পরিবর্তন মানি না। সংবিধানের সংশোধন অবশ্যই নির্বাচিত সংসদ থেকেই হতে হবে।”
তিনি আরও মনে করেন, যদি নির্বাচন বিলম্বিত হয় তবে দেশে গণতন্ত্রের যাত্রা ও সুশাসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ঠিকানা/এএস