Thikana News
৩১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ৩

ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ৩ ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ায় গত কয়েকদিন ধরে চলমান আন্দোলন চরম আকার ধারণ করেছে। রাজধানী জাকার্তাসহ আরও বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়েছে। দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। ৩০ আগস্ট (শনিবার) ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিবৃতিতে জানায়, গতকাল ২৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে এ ঘটনা ঘটে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন ধরেই সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা কমানো, শ্রমের মজুরি বাড়ানো, কর কমানো এবং দুর্নীতিবিরোধী শক্তিশালী ব্যবস্থা নেওয়াসহ বেশ কয়েকটি দাবিতে ইন্দোনেশিয়ায় আন্দোলন চলছে। আন্দোলনকারীদের ওপর পুলিশের সাঁজোয়া যান তুলে দেওয়া এবং এতে এক মোটরসাইকেল রাইডশেয়ার চালক নিহতের ঘটনার পর আন্দোলন আরও চরম আকার ধারণ করে। দেশটির পশ্চিম জাভার বান্দুং শহরে গতকাল বাণিজ্যিক ভবন, ব্যাংক, রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মাকাসার সিটি কাউন্সিলের সেক্রেটারি রাহমাত মাপ্পাতোবা এএফপিকে বলেন, গত রাতের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই নিহত হন দুজন এবং হাসপাতালের নেওয়ার পর একজনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে তারা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীরা ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, ভবন থেকে লাফিয়ে পড়ে দুজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, পুলিশের যানের ধাক্কায় নিহত ওই মোটরসাইকেল রাইড শেয়ার চালক হলেন ২১ বছর বয়সী আফান কুর্নিয়াওয়ান। তার নিহতের খবরেই বিক্ষোভ আরও উত্তাল হয়ে ওঠে।

চলমান এই পরিস্থিতি দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সামনে এক অগ্নিপরীক্ষা হিসেবে হাজির হয়েছে। তিনি নিহত কুর্নিয়াওয়ানের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং বিষয়টি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স