Thikana News
০৫ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

চাকরির মেয়াদ বাড়ল র‍্যাবের ডিজি ও এসবি প্রধানের

চাকরির মেয়াদ বাড়ল র‍্যাবের ডিজি ও এসবি প্রধানের র‍্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান ও স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. গোলাম রসুল। ছবি : সংগৃহীত
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুলের চাকরির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (৩১ আগস্ট) দুজনকেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে র‍্যাবের ডিজি শহিদুর রহমানের চাকরির মেয়াদ আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে এসবি প্রধানের চাকরির মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

অবসরোত্তর ছুটি তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে গত বছরের ১ অক্টোবর থেকে পরবর্তী এক বছর মেয়াদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় শহিদুর রহমানকে।

এ ছাড়া গত বছরের ৭ আগস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স