Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

দ্বিধা

দ্বিধা





 
বড্ড সেকেলেমনা আর আটপৌরে আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আশ্রয় খুঁজেছিলে চকচকে, আধুনিক এবং চটকদার যৌবনভাঁজে।
আর্টিফিশিয়াল সুগন্ধি আর উচ্ছলতার কাছে আত্মসমর্পণ করেছিল তোমার পঞ্চেন্দ্রিয়।
আমাকে ভাসাবে বলে নিজেকেই ডুবিয়ে দিলে কি এক দুর্দান্ত অথচ দুর্নিবার প্রলয় সাগরে!

আর আমি?
আটপৌরে স্বপ্নগুলোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে প্রতিনিয়ত প্রলম্বিত করি এই সাদামাটা সংসারজীবন।
আমার সেকেলেপনাকে অঙ্গে মেখে চেঁচিয়ে বলতে পারি, ‘আমি পূর্ণ, আমি ধন্য।’

শুনেছি, আধুনিকতায় ক্লান্ত তুমি আজ সর্বহারা?
চাকচিক্যের পুরু প্রাচীর ভেদ করে তুমিও নাকি চাইছ একটা সাদামাটা গল্প!

কমেন্ট বক্স