Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

ইচ্ছামৃত্যু

ইচ্ছামৃত্যু





 
মানুষের বুকেও চর ওঠে,
যেন অনাথ নদীর বুকে হঠাৎ ভিটাহীন বালুচর।
আমি পেয়েছিলাম তোমার বুকে সেই ঠিকানা,
অপ্সরী শরাবুন তহুরার তরীতে ভেসে।

কামনার অথৈ জলে তুমি দিলে দাঁড়,
তবু নিশ্চিহ্ন করলে সেই তরী
বানভাসি এক নিঃশব্দ সন্ধ্যায়।

এটা কি অভিমান, নাকি কেবল ভুলের কালি,
যা ইতিহাসের খাতায় ভুল নাম লিখে দেয়?

প্রতারক নাকি প্রতারিত মনথ
কার নিঃশ্বাসে আজও বেশি শান্তি থাকে?
 

কমেন্ট বক্স