Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


মানবতাই ধর্ম

মানবতাই ধর্ম



 
মানুষের মুখে মুখোশ,
অন্তরে বিভ্রান্তি।
ধর্মের উষ্ণ ছায়া গলায় বেঁধে ফাঁদ বানাই
সত্যের খোঁজে চাকা ঘুরে ন্যায়ের পথ হারায়।
যে আধ্যাত্মিকতার নামে বর্বরতা বাড়ে
সেই অন্ধবিশ্বাসে আমি কাঁদব না।

প্রার্থনার মুখোশে লুকানো কুৎসিত ষড়যন্ত্র
আমি চিৎকার করে ভাঙি
এই অন্ধকারের খাঁচা।
যেখানে মানুষ ধর্মের নামে শোষণ হয়
যেখানে বিশ্বাস নয় কেবল লোভের সিঁড়ি চূড়ান্ত হয়।
বন্দী হয় মানবতার শিকল

সেই শিকলকে আমি পদদলিত করি
প্রার্থনার আড়ালে লুণ্ঠিত প্রাণ
ঘৃণিত মনস্কামনা বিকৃত মস্তিষ্কের ক্ষুধা।
আমি সেই মনস্কামনা, সেই ক্ষুধাকে ধিক্কার জানাই।
অন্ধবিশ্বাস ভেঙে অন্ধকারে জন্মায় আলো।
মানবতাই হবে ধর্ম আর সত্যই হবে শাস্ত্র।
 

কমেন্ট বক্স