আজ থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতের গোয়াহাটিতে পর্দা উঠবে ১৩তম এই আসরের। নিজেদের বিশ্বসেরা প্রমাণের লক্ষ্যে মাঠে নামবে ৮টি দল।
বৈশ্বিক এই লড়াইয়ের এবারের আসর বসছে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দুই দেশ।
প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২ নভেম্বর। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩১টি। টুর্নামেন্টে প্রতিটি দলই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
পরবর্তীতে, গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে বাছাই হবে ফাইনালের দুই প্রতিপক্ষ।
এবার নারীদের বিশ্বকাপে আম্পায়ার-ম্যাচ রেফারি ১৮ জনই নারী। যাদের একজন, বাংলাদেশের সাথিরা জাকের জেসি। ধারাভাষ্যকার তালিকাতেও নারীদের প্রাধান্য।
এর আগে, নারীদের এই বিশ্ব আসরে পারফরম্যান্সে দেখা গেছে শুধুই অস্ট্রেলিয়ার আধিপত্য। আগের ১২ আসরে সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন অজিরা, চারবার ইংল্যান্ড ও একবার নিউজিল্যান্ড।
টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে। যে ম্যাচ জানান দেবে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ।
ঠিকানা/এএস


ঠিকানা অনলাইন


