Thikana News
১৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরকে লোক দেখানো, প্রতারণা বললেন নাহিদ

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরকে লোক দেখানো, প্রতারণা  বললেন নাহিদ



 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে, সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো, এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা।
আজ ১৮ অক্টোবর (শনিবার) সকালে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম একথা বলেন।
এনসিপির আহ্বায়ক বলেন, ঐকমত্য কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্টের (ভিন্নমত) সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই। 
প্রতীক ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, শাপলাই হবে এনসিপির মার্কা, এই মার্কা নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে যাবে। 
এনসিপির আহ্বায়ক আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি। এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহের কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যার মাধ্যমে এটির মূল লক্ষ্য অর্জিত হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি। যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে, তবে এটি জাতির সঙ্গে প্রতারণা ও প্রহসন ছাড়া আর কিছুই নয়।
এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এমন অভিজ্ঞতা পেয়েছি— ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও তিন দলের যে রূপরেখা ছিল, আমাদের রাজনৈতিক দলগুলোর সেই সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি। ফলে ফ্যাসিবাদবিরোধী যে দলগুলো আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে আমাদের বিশ্বাস–অবিশ্বাসের প্রশ্ন নয় বরং সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যদি পরিবর্তনের কথা বলি, তাহলে তার একটি আইনি ভিত্তি প্রয়োজন। 

নাহিদ ইসলাম বলেন, ৭২-এর সংবিধান যেন পরিবর্তিত না হয়, পুরোনো ফ্যাসিস্ট কাঠামো যেন রয়ে যায়— তার জন্য নানা অপচেষ্টা দেশের ভেতরে ও বাইরে চালানো হচ্ছে। আমাদের অভ্যুত্থান শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধেই নয়, ফ্যসিবাদের বিরুদ্ধে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স