Thikana News
১৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : সিইসি

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : সিইসি ছবি : সংগৃহীত



 

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। আজ ১৮ অক্টোবর (শনিবার) বিকেলে বরিশালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। সব ধরনের চ্যা লেঞ্জ মোকাবিলা করে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও এসময় মন্তব্যষ করেন তিনি।

 

বরিশালের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সাথে নির্বাচন বিষয়ে আলোচনার জন্যক শুক্রবার সকালে বরিশালে পৌঁছেন সিইসি। তবে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শনিবার।

সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের লোকজন নিয়ে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।

 

পরে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। আজ প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠককালে তাদেরকে সে কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবকিছু করবেন।

 

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তাছাড়া সরকারও বলেছে যে তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারও কোনো প্রেসক্রিপশন নয়, আমরা সব চ্যা লেঞ্জ মোকাবেলা করে সবাইকে সাথে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।

 

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এর আগে যে ২/৩টি নির্বাচন হয়েছে, তেমন কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা। এক্ষেত্রে কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স