যত আমি ঘুরে আসি নদী, গিরি, বন,
গৃহে এসে শান্ত হয় আমার এই মন।
মনোরম বালুচর, পাখি, নীলাকাশ,
তীর থেকে হাতছানি দেয় সাদা কাশ!
মাতাল হয়ে ছুটে যাই সেই কাশবনে,
শুভ্রতা ছড়িয়ে সে নাড়া দেয় মনে।
ধু ধু মরুভূমি, উৎপল ফোটা বিল,
সাগরের মোহনায় ওড়ে গাঙচিল।
লাল পলাশের বনে ডেকে যায় টিয়ে,
রোদেলা বাদলে হয় শেয়ালের বিয়ে।
দিন শেষে রাত এসে ঢেকে দেয় বন,
গৃহকোণে ফিরে এসে সুখ পায় মন।
 
                           
                           
                            
                       
     
  
 

 শাকেরা বেগম শিমু
 শাকেরা বেগম শিমু  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
