অনিশ্চয়তার এই দুনিয়ায় আমরা নিশ্চয়তার
পেছনে নিরন্তর ছুটে চলেছি...
মাঝরাতের উড়োজাহাজ বা সকালের ট্রেন
আমাদের নিশ্চয়তার খোঁজে নিয়ে যায়।
স্কুল হাসপাতাল কারাগার মসজিদ মন্দির
নিশ্চয়তার হাতছানি দেয়,
যেমন গাছ ফুলের, ফুল ফলের...
হাজার টাকা থেকে লক্ষ-কোটি, পর্যায়ক্রমে
শতকোটি এমনকি হাজার কোটিতেও
নিশ্চয়তা খুঁজে পায় না কেউ কেউ...
রুনা লায়লার সুখ তুমি কি আমার জানতে ইচ্ছে করে?
সম্ভবত এর উত্তরে মমতাজ উদ্দিন আহমেদ,
সুখী মানুষের জামার সন্ধান করে দেখেছেন
সুখী মানুষের জামা থাকে না!
সিংহ বাঘ ভালুক উদরপূর্ণ হলে
আর খায় না, সংগ্রহও করে না।
অথচ মানুষ করে ফ্রিজে-গোডাউনে-ব্যাংকে...


কামরুল হোসেন লিটু


