Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


আমার দেশ

আমার দেশ



 
কত দিন দেখি না তোমায়
আমার সোনার দেশ।
কী অপরূপ রূপে সজ্জিত
নেইকো রূপের শেষ।

নদী খাল বিল সবই আছে তোমার
কিছুই দেখা হয় না আমার।
কোকিলের সেই মধুর সুর
শুনি না কত যে বছর,
পরকে আপন করেছি আমি
আপন হয়েছে পর।

সবুজঘেরা শস্যক্ষেত আজ
আমার চোখে ভাসে,
কৃষাণের সেই মধুর কণ্ঠ
এখনও কানে আসে।

তোমার কথা মনে পড়ে যখন
উতলা হয় মন যে তখন।
ছুটে যেতে মন চায়
নেই যে তার উপায়।
চোখের জলে বুক ভেঙে যায়
এমন মা আর মাটি পাব কোথায়।

আমার দেশের মতো
আর কোনো দেশ যে নাই।
এই দেশেতে বারে বারে
ফিরে যেতে আমি চাই
আমারি দেশ
সোনার বাংলাদেশ।
 

কমেন্ট বক্স