Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

জাপানে হঠাৎ বেড়ে গেছে ভালুকের আক্রমণ, সেনা মোতায়েনসহ কঠোর ব্যবস্থা

জাপানে হঠাৎ বেড়ে গেছে ভালুকের আক্রমণ, সেনা মোতায়েনসহ কঠোর ব্যবস্থা চলতি বছর জাপানে ভালুকের আক্রমণে প্রাণ গেছে ১২ জনের- যা ২০০০ সালের পর সর্বোচ্চ। ছবি : সংগৃহীত





 
জাপানে হঠাৎই আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ভালুকের আক্রমণ। এবার জননিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্সপ্রাপ্ত শিকারিদের নিয়োগ দিতে যাচ্ছে দেশটির সরকার। পাশাপাশি পুলিশের অস্ত্র ব্যবহার করে ভালুক ঠেকানোর প্রস্তাবও বিবেচনায় রয়েছে। সরকারি হিসাবে, চলতি বছর ভালুকের আক্রমণে প্রাণ গেছে ১২ জনের- যা ২০০০ সালের পর সর্বোচ্চ। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

ভালুক দেখা যাচ্ছে আবাসিক এলাকায়, এমনকি স্কুল-সুপারশপেও ঢুকে পড়ছে এসব হিংস্র বন্য প্রাণী। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তরাঞ্চলীয় আকিতা প্রিফেকচারে; সেখানে সেনা মোতায়েন করে স্থানীয় প্রশাসনকে সহায়তা দেয়া হচ্ছে। জাপানে দুই ধরনের ভালুক পাওয়া যায়-হোক্কাইদোর ব্রাউন বিয়ার এবং অন্যান্য অঞ্চলে জাপানি ব্ল্যাক বিয়ার। খবর বিবিসির।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে খাবারের স্বল্পতা এবং পাহাড়ি এলাকায় মানুষের সংখ্যা কমে যাওয়ায় ভালুকেরা ক্রমেই মানুষের বসতিতে ঢুকে পড়ছে।

টোকিও সরকারের লক্ষ্য- দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দেয়া।বিশেষজ্ঞদের মতে, মানুষ যখন প্রকৃতিকে সংকটে ফেলে, তখন প্রকৃতিও কখনো না কখনো পাল্টা আঘাত করে। সম্প্রতি জাপানের এই সংকট যেন তারই প্রতিফলন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স