নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব। সর্বশেষ অ্যাটলাস ইন্টেল জরিপে দেখা যাচ্ছে, মেয়র প্রার্থী ও বর্তমান অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি এখনো এগিয়ে থাকলেও ব্যবধান দ্রুত কমিয়ে আনছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো আর রিপাবলিকান নেতা কার্টিস স্লিওয়া রয়েছেন তাদের ঠিক পেছনে।
জরিপ অনুযায়ী, মামদানির সমর্থন এখন ৪১ শতাংশ, স্বাধীন প্রার্থী হিসেবে লড়া ক্যুমো ৩৪ শতাংশ এবং গার্ডিয়ান অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠাতা কার্টিস স্লিওয়ার ২৪ শতাংশ। তিন প্রার্থীর ব্যবধান এখন মাত্র ৭ পয়েন্টে এসে ঠেকেছে, যা নির্বাচনের আগে প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে।
অন্যদিকে রিয়েল ক্লিয়ার পলিটিকসের গড় জরিপে মামদানির লিড এখনো তুলনামূলক স্বস্তিদায়ক—তার সমর্থন ৪৫ শতাংশ, ক্যুমোর ৩১ শতাংশ ও স্লিওয়ার ১৭ শতাংশ। তবে অ্যাটলাসের সাম্প্রতিক জরিপ ইঙ্গিত করছে, শেষ মুহূর্তে ভোটারদের একটি বড় অংশ এখনো সিদ্ধান্তহীন অবস্থায় আছেন।
শনিবার (১ নভেম্বর) ব্রাইটন বিচে নির্বাচনী প্রচারে ক্যুমো বলেছেন, ‘কার্টিস স্লিওয়া জিততে পারবে না, কিন্তু সে জোহরান মামদানিকে জেতাতে পারে।’
অন্যদিকে রিপাবলিকান প্রার্থী স্লিওয়া বলেছেন, নিউইয়র্কবাসী ‘চরম বাম নীতির ক্লান্তি থেকে মুক্তি চাইছে,’ এবং তিনি সেই বিকল্প কণ্ঠস্বর।
এদিকে প্রগতিশীল মহলে মামদানি এখনো আস্থার প্রতীক—তার ক্যাম্পেইন দল বলছে, ‘নিউইয়র্ক এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।’
নির্বাচনের দিন মঙ্গলবার, আর আগাম ভোট ইতিমধ্যেই শুরু হয়েছে। ফলে বাকি সময়ে প্রার্থীদের শেষ প্রচারই নির্ধারণ করবে, কে বসবেন গ্রেসি ম্যানশনে—নিউইয়র্ক সিটির পরবর্তী মেয়র হিসেবে।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


