Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

হবিগঞ্জে বৃন্দাবন কলেজের কনসার্টে হট্টগোল, আহত ২০

হবিগঞ্জে বৃন্দাবন কলেজের কনসার্টে হট্টগোল, আহত ২০ সরকারি বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের কনসার্ট হট্টগোলে পণ্ড হয়ে গেছে। মঞ্চের সামনে ছড়িয়ে আছে চেয়ার। ছবি : সংগৃহীত





 
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের কনসার্ট হট্টগোলের কারণে পণ্ড হয়ে গেছে। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ১ নভেম্বর (শনিবার) সন্ধ্যা থেকে হট্টগোল শুরু হলেও পুরো অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় রাত সাড়ে ১০টার দিকে। এদিকে এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দিনব্যাপী বৃন্দাবন সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে কলেজ ক্যাম্পাস মুখর ছিল। সারাদিন সুন্দরভাবে অনুষ্ঠান চললেও সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে শুরু হয় হট্টগোলের। এই অনুষ্ঠানটি ছিল সকলের জন্য উন্মুক্ত। সন্ধ্যা সাড়ে ৭টায় জালাল স্টেডিয়ামে স্থানীয় সংগীতশিল্পী বাধন মোদক মঞ্চে ওঠার পরই বাধে বিপত্তি। দর্শকরা মঞ্চের সামনের বাঁশ দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। মঞ্চ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও উচ্ছৃঙ্খল দর্শকরা কর্ণপাত করেননি। তারপর ক্লোজআপ ওয়ানখ্যাত শিল্পী আশিক মঞ্চে উঠে দর্শকদের কাছে ক্ষমা চেয়েও উন্মত্ততা কমাতে পারেননি।

এরপর মঞ্চে উঠে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ব্যান্ড দল লালন। কিন্তু দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণে দুইটা গান শেষেই নেমে যেতে হয় ব্যান্ড দলটির। এরপর উচ্ছৃঙ্খল আচরণ থামাতে স্বেচ্ছাসেবকরা দর্শকদের লাঠিপেটা করেন। এতে অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠে। একপর্যায়ে হাজার হাজার দর্শক দৌড়ে বের হওয়ার সময় পদদলিত হয়ে আহত হয়ে অন্তত ২০ জন।
বৃন্দাবন কলেজের কনসার্টে হট্টগোল, আহত ২০

ভুক্তভোগী কয়েকজন নারী বলেন, পুনর্মিলনীতে গিয়ে ভুল করেছি। এমন অব্যবস্থাপনা হয়েছে যে নারীরা ছিল অনিরাপদ। একটি শিক্ষাঙ্গনের অনুষ্ঠানে যদি এমন অবস্থা সৃষ্টি হয়, তাহলে আস্থা রাখার আর জায়গা রইল না।

রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের এক আয়োজক জানান, হবিগঞ্জের এক স্থানীয় শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানটি উন্মুক্ত রাখার পরামর্শ দেন। অথচ অনুষ্ঠানটি শুধু ব্যবস্থাপনা বিভাগ ও বড়জোর কলেজশিক্ষার্থীদের মধ্যে রাখা উচিত ছিল। অনুষ্ঠানটিকে রাজনীতিকরণের চেষ্টাও এই অবস্থার জন্য দায়ী।

এ বিষয়ে জানতে অনুষ্ঠানের আহ্বায়ক রাজীব আহমেদ রিংগনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ জন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, পরিবেশ শান্ত করতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। দৌড়াদৌড়ির সময় অনেকেই আহত হয়েছে। বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স