Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

প্রবাসী! 

প্রবাসী! 





 
শ্যামল মুরাদ

বিদেশ বিভূঁইয়ে পুড়ি- মরু মাঝে কেউ, 
চতুর্পাশে হয়তো কারো সাগরের ঢেউ! 
কেউ বা বরফের ফাঁদে,  
পরিজন ছেড়ে, এই আত্মীয়হীন- 
প্রবাসে সকলে কাঁদে!

কতো নির্ঘুম রাত, কতো ঘাম ঝরা,  
কতো ঝড় জল, কতো দুঃসহ খরা! 
কত শৈত্য গা’য় সহি!  
বাঁচার মত বাঁচিয়া থাকিতে-
অবিরাম বোঝা বহি! 

পার হয়ে কতো সমুদ্র, কতো দেশ,   
কতো পরিশ্রম, কতো কায়-ক্লেশ,  
কতো পথ পা’য় দলি,  
খাঁচার পাখি খাঁচায় ফিরেছি,  
যাকে মোরা ‘নীড়’ বলি!  

নীড়ে ফিরে যদি- সকলেরে পাই, 
শুধু কোথাও মা’র মুখখানা নাই, 
মা বলে কারে ডাকি! 
হয় না সাধ আর থাকিবার-
এ জগৎ সকলি ফাঁকি!

কমেন্ট বক্স