Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

চন্দ্রযান-৩

চন্দ্রযান-৩





 
সুজন দাশ

চাঁদের বুড়ি অবাক হয়ে
দেখছে চন্দ্রযান,
কল্পকথার গল্পঝুড়ি,
অনায়াসে পড়বে ঘুরি!
ভবিষ্যতের পাঠক পড়ে
হবেই পেরেশান!

চাঁদমামা চাঁদমামা বলে
ঘুম পাড়াবে কেউ?
শিশু যাবে চাঁদের দেশে,
বাঁচবে সুখে খেলে হেসে!
এমনতর ভাসছে ছবি
লাগছে সুখের ঢেউ।

কল্পনাকে বাস্তবতা
মানাচ্ছে আজ হার,
যাদের শ্রমে মেধায় ঘামে,
চাঁদের গাড়ি চন্দ্রে নামে!
তাদের কাছে হচ্ছি নত
আমরা বারংবার।

ডাকত ব্রিটিশ নেটিভ বলে
চায় কি দিতে মান?
তারাই তাদের করছে শাসন,
চন্দ্র গ্রহে নিচ্ছে আসন!
খর্ব করে কেউ কি আছে
তাদের অবদান?

কমেন্ট বক্স