Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

রুদ্ধদ্বার

রুদ্ধদ্বার





 
জামাল আস-সাবেত

দূরে সরে যাও, সরে যাও
দূরে চলে যাও, চলে যাও
দূরে দূরে আরও দূরে বহুদূরে চলে যাও
সরে যাও

কেন মিথ্যা মরীচিকা আগলে রাখো
কেন ক্ষণস্থায়ীকে মনেপ্রাণে ভালোবাসো
আমি-তুমি কে
কে কে?

আমি থাকব না তুমি থাকবে না
শ্মশান দেখো
কত ঝড়-তুফান বয়ে গেল
কত জলোচ্ছ্বাস উপচে পড়ল
ওরা বাড়ি ফিরতে পারল কি?
নাকি আমি ফেরাতে কোনো দিন এলাম
নাকি তুমি ছুটে গেলে কখনো?

নিষ্ঠুরতা কত নিগূঢ়
কত নিগূঢ়!
এত ঘাম ঝরে
আমাদের বুকে টেনে নেয়
ভালোবাসায়;
তবু এসবের অর্থ প্রস্থান হওয়া
চলে যাওয়া, ক’দিনেই ভুলে যাওয়া

একদিন ভারাক্রান্ত হৃদয়ে
দিগন্তের সামনে দাঁড়িয়ে ছিলাম
পৃথিবী অট্টহাসিতে ফেটে পড়ল
স্তব্ধ হৃদয়ে ঝড় শুরু হলো
তাহলে এটাই সত্য!

দূরে চলে যাও সরে যাও চলে যাও
একা হও, একলা হও
সব মিথ্যা
এমনকি কোলাহল, এমনকি স্তব্ধতা
কবিতার স্তবক, ফুলের সৌরভ
মাধবীলতা
সব মিথ্যা। সব মিথ্যা। সব।

কমেন্ট বক্স